খাল সেচকে কেন্দ্র করে নোয়াখালীতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় খালের পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার কৈশল্যারবাগ ব্রিজ এলাকায় হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১০ জন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কৈশল্যারবাগ ব্রিজের এলাকার খালে সেচ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৈশল্যারবাগ ও বগাবাড়িয়া গ্রামের লোকজনের মধ্যে গতকাল সন্ধ্যার পর কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাত নয়টার দিকে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গুরুতর আহত কৈশল্যারবাগ গ্রামের মো. বাদশা (২৫) ও আলী হোসেনকে (২৫) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত বাকি আটজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। আজ রোববার সকাল পর্যন্ত কোনো পক্ষ থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।