খাট থেকে নিচে পা দিতেই সাপের কামড়, গৃহবধূর মৃত্যু
মাদারীপুরের শিবচরে বিষধর সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম সাবিকুন নাহার (৪০)। তিনি তাহের মাদবরের কান্দি এলাকার রিপন মাদবরের স্ত্রী। রিপন মাদবর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে খাট থেকে নিচে নামছিলেন সাবিকুন নাহার। এ সময় খাটের নিচে থাকা বিষধর একটি সাপ তাঁকে পরপর দুটি কামড় দেয়। সাপে কামড়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের স্বজন ও স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাবিকুনকে মৃত ঘোষণা করেন।
ভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম ব্যাপারী বলেন, সাবিকুন নাহার নামাজ পড়ে নামার সময় সাপের ওপরে পা পড়ে। তখন সাপটি তাঁকে একটি কামড় দেয়। পরে সে পা ঝাড়া দিয়ে সাপ ফেলে দিলে সাপটি আবার তাঁকে কামড় দেয়। সাপের কামড়ে তাঁর মৃত্যুটি দুঃখজনক।
রিপন মাদবরের নিকটাত্মীয় ফিরোজুর রহমান বলেন, সাবিকুন নাহারের সাত বছর বয়সের এক ছেলে ও পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে। সাপের কামড়ে তাঁর মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, রাতে সাপের কামড়ে এক নারীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।