ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে না: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে না। বঙ্গবন্ধুর এ স্বপ্ন বাস্তবায়নে তোমরা এগিয়ে আসবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব তোমাদের মতো আগামী প্রজন্মের।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। ধনবাড়ী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী পড়া, বঙ্গবন্ধুর আদর্শ নিজেদের জীবনে ধারণ করা এবং সেই আদর্শ বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের স্বাধীনতাসংগ্রাম একটি মহাকাব্য। আর এ মহাকাব্যের রূপকার ও মহানায়ক হলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এ দেশের মানুষের কল্যাণে ও মানবতার জন্য আজীবন কাজ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন।’
মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এ দেশের এবং সবার জন্য গর্বের ও অহংকারের। তাঁরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশটি স্বাধীন করেছিলাম, তাতে মুক্তিযোদ্ধাদের বিরাট ভূমিকা রয়েছে। কাজেই যত দিন পদ্মা, মেঘনা, যমুনা বহমান থাকবে, যত দিন চন্দ্র-সূর্য থাকবে, তত দিন মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অম্লান হয়ে থাকবে।’
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন, পৌরসভার মেয়র মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শামছুল হুদা ও খন্দকার জেব-উন নাহার উপস্থিত ছিলেন।
এর আগে কৃষিমন্ত্রী ধনবাড়ীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিজেদের যুগপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের ‘সবুজ পৃথিবী’ নামে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে।
পরে বিকেলে মন্ত্রী ধনবাড়ী সরকারি কলেজ মাঠে সামাজিক সংগঠন ‘তরুণের হাট’–এর ১৯ বছর পূর্তি উপলক্ষে তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।