ক্রিকেট মাঠের উন্নয়নে শেরপুরে বিসিবির প্রতিনিধিদল

শেরপুরে ক্রিকেট মাঠ উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম পরিদর্শন করেন। শুক্রবার দুপুরে
ছবি: প্রথম আলো

শেরপুরে ক্রিকেট মাঠ উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদল জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম পরিদর্শন করেছেন। পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান ওবেদ নিজাম। সঙ্গে ছিলেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড়ের জোগান বাড়ানোর লক্ষ্যে তৃণমূলের ক্রিকেট স্থাপনা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিসিবি। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার স্টেডিয়ামে টার্ফ ক্রিকেট পিচ তৈরির পাশাপাশি মাঠ ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে প্রতিনিধিদলটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিসিবির অর্থায়নে ও তত্ত্বাবধানে নির্মাণাধীন দুটি টার্ফ পিচ, ভিভিআইপি গ্যালারি, ড্রেসিংরুমসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। কাজের অগ্রগতির খোঁজখবর নেন। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বিসিবির কাউন্সিলর মানিক দত্ত প্রতিনিধিদলকে স্বাগত জানান। মাঠ ও জেলার ক্রিকেটের কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, কোচ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্য বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, জাতীয় দলের পাইপলাইনে বেশিসংখ্যক ক্রিকেটারের সমাবেশ ঘটাতে জেলাগুলোতে তৃণমূলের ক্রিকেটের উন্নয়নের জন্য সুযোগ–সুবিধাগুলো কীভাবে বাড়ানো যায় এবং ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যে তাঁরা এখানে এসেছেন। ক্রিকেটাররা যেন ভালো উইকেটে খেলতে পারেন, এ জন্য মাঠের উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সারা দেশে নারী ক্রিকেট নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রতিনিধিদল। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানার বাড়ি শেরপুর জেলায়।