কোভিডে কিশোরীর মৃত্যু
সিলেটে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক কিশোরীর (১৭) মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ডায়াবেটিসও ছিল।
ওই কিশোরীর নাম বুশরা বেগম। সে বিয়ানীবাজার উপজেলার চারখাই পইল গ্রামের মহিবুর রহমানের মেয়ে। বুশরা কাকুরা জমশেদ আহমদ উচ্চবিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেছে। পরে আর কলেজে ভর্তি হয়নি।
মহিবুর রহমান বলেন, বুশরা কিছুদিন ধরে সর্দি–জ্বর ও মাথাব্যথায় ভুগছিল।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা চয়ন রায় জানান, ওই কিশোরীকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, সে কিছুদিন ধরে জ্বর-সর্দিতে আক্রান্ত ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডায়াবেটিসও ধরা পড়ে। কিশোরীর লাশ উপজেলা প্রশাসনকে জানিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাফন করার কথা বলা হয়েছে।