কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কোটি টাকার হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন মোসা. জামিলা খাতুন (৩০), মোসা. সেলেনুর (৩৫) ও বাবু আলী (২০)। গ্রেপ্তার দুই নারীর বাড়ি গোদাগাড়ী উপজেলায়। আর ওই তরুণের বাড়ি তানোর উপজেলায়।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অটোরিকশায় করে ওই তিনজন রাজশাহী থেকে মহাসড়ক ধরে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোপালপুর এলাকা থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, ওই তিনজনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।