কুষ্টিয়ায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
কুষ্টিয়ার দৌলতপুরে একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা একটায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মো. মজিবুল (৪৭), একই গ্রামের বাবু খানের ছেলে সাইফুল খান (৪২), আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) ও সন্তোষ মণ্ডলের ছেলে আসাদুল হক (৩৬)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দৌলতপুর উপজেলার বালিয়াশিশা গ্রামে ওই খুনের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ওই গ্রামের কৃষক আবদুল খানের (৫৫) ঘরে ঢোকেন। তাঁরা উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবদুল খানকে হত্যা করেন। নিহত ব্যক্তির ছেলে নাজমুল খান দৌলতপুর থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, আদালতে দীর্ঘ শুনানিতে ও সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই বিচারক পাঁচ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।