কুষ্টিয়ায় করোনা শনাক্ত ১০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ২১

করোনাভাইরাসের প্রতীকী ছবি

কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ৬০। একই সময়ে করোনায় ১৮ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া করোনা হাসপাতালে করোনায় ১৫ জন মারা গেছেন। এ ছাড়া করোনা আক্রান্ত কুমারখালীর দুইজন ও ভেড়ামারা হাসপাতালে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৩২৮।

বর্তমানে কুষ্টিয়া করোনা হাসপাতালে ২৯২ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে করোনায় ১৯২ জন ও উপসর্গ নিয়ে ১০০ চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় আরও ১০০ রোগী ভর্তি আছেন।