২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কুমিল্লায় বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় ডোজের টিকা নিতে ভিড়

মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা নারী-পুরুষদের সারি। সোমবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

শাহ আলম (৬২) ও কামাল হোসেনের (৪২) বাসা কুমিল্লা নগরের শাকতলা এলাকায়। আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিতে কুমিল্লা জেনারেল হাসপাতালে এসে সারিতে দাঁড়ান। সকাল নয়টায় টিকা দেওয়া শুরু হয়। এরপর দ্রুতই টিকা পেয়ে যান তাঁরা।

শাহ আলম ও কামাল হোসেনের মতো কয়েক শ নারী-পুরুষ সকাল নয়টার আগেই ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে এই হাসপাতালে আসেন। সকাল ৮টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে লম্বা সারির দেখা মেলে।

লম্বা সারিতে কেউ ছাতা ও টিকা নেওয়ার স্লিপ এবং জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে যখন দাঁড়িয়ে ছিলেন, তখন হ্যান্ডমাইকে ঘোষণা করা হয়, যাঁদের মুঠোফোনে টিকা নেওয়ার এসএমএস যায়নি, তাঁরা চলে যান।

এই টিকাকেন্দ্রে কথা হয় কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুর রশিদের সঙ্গে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে টিকা নেবে, এ জন্য সকাল ছয়টায় একজনকে সারিতে এনে দাঁড় করিয়ে রেখেছিলাম। পরে ছেলে এসে ওই ব্যক্তির স্থলে সারিতে দাঁড়ায়। সকাল ১০টায় ছেলের অনলাইনে ক্লাস ছিল, তাই এ কাজ করতে হয়েছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন বলেন, তিনি সকাল ৭টা ৫০ মিনিট থেকে সারিতে দাঁড়িয়ে থাকেন। পরে সকাল ১০টার দিকে টিকা নিতে পারেন।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন জানান, কুমিল্লা নগরে মডার্নার প্রথম ডোজের টিকা নেওয়া অনেকের নাম নথিতে সময়মতো এন্ট্রি করা হয়নি। এটা না করলে সনদ পেতে বিড়ম্বনা হতো। তার ওপর সফটওয়্যারে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে কুমিল্লায় দ্বিতীয় ডোজের টিকা ১৩, ১৪ ও ১৫ আগস্ট তিন দিন দেওয়া হয়নি।

শাহাদাত হোসেন বলেন, সোমবার সকাল নয়টা থেকে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) যাঁরা পেয়েছেন, তাঁরাই টিকা নিতে পারবেন। সোমবার ১ হাজার ৬০০ জনকে মডার্নার টিকা নিতে ডাকা হয়। কুমিল্লায় মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার মানুষ। তাঁরা সবাই দ্বিতীয় ডোজ পাবেন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, টিকার কোনো অভাব নেই। দ্বিতীয় ডোজের টিকা আছে। এসএমএস পেলেই টিকে দিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাই দ্বিতীয় ডোজের টিকা পাবেন।