কুমিল্লায় এক দিনে সর্বোচ্চ ৩৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

করোনাভাইরাসের প্রতীকী ছবি

কুমিল্লা জেলায় এক দিনে সর্বোচ্চসংখ্যক ৩৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় ৮৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন গ্রামের ও ৩ জন সিটি করপোরেশন এলাকার। এঁদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ৩৯৩ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮০, বুড়িচং উপজেলার ৩১ জন, আদর্শ সদর ও চৌদ্দগ্রামের ২৮ জন করে, লাকসাম উপজেলার ২২ জন, চান্দিনার ১৯ জন, মুরাদনগরের ১৮ জন ও বরুড়ার ১২ জন এবং বাকি ১০ উপজেলার ৫৫ জন।

করোনায় বুধবার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৯ বছরের এক পুরুষ, ৬৩ বছরের এক নারী ও ৬৫ বছরের এক পুরুষ মারা গেছেন। শহরের বাইরে মুরাদনগর উপজেলায় ৬৫ বছরের এক নারী ও ৮০ বছরের এক পুরুষ ও বুড়িচং  উপজেলায় দুই নারী মারা গেছেন। বুড়িচংয়ের দুই নারীর প্রত্যেকের বয়স ৬৫ বছর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫ জন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘কুমিল্লায় করোনার সংক্রমণ ও করোনায় মৃতের হার বাড়ছে। আমরা শনাক্ত হওয়া ব্যক্তিদের সেবা দিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন