কিশোরগঞ্জে এক দিনে সর্বোচ্চ ২৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
কিশোরগঞ্জ জেলায় এক দিনে সর্বোচ্চ ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কিশোরগঞ্জে করোনায় সর্বশেষ মারা যাওয়া পাঁচজনই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। পুরুষ দুজনের বয়স ৬৫ ও ৫০ বছর। এক নারীর বয়স ৪০ বছর। অন্য দুই নারীর বয়স ৬৫ ও ৫০ বছর।
জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন সংক্রমিত ২৯০ জনের মধ্যে ভৈরব উপজেলায় সর্বোচ্চ ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার ৭৪ জন, হোসেনপুরের ২০, করিমগঞ্জের ৮, তাড়াইলের ৩, পাকুন্দিয়ার ৩, কটিয়াদীর ৩৪, কুলিয়ারচরের ১০, বাজিতপুরের ২৪, ইটনার ১, মিঠামইনের ৫ ও অষ্টগ্রামের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত করোনায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৮ জন, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ৯, তাড়াইলে ৫, পাকুন্দিয়ার ১০, কটিয়াদীর ১২, কুলিয়ারচরের ৭, ভৈরবের ২৯, নিকলীর ৭, বাজিতপুরের ১২, ইটনার ১ ও মিঠামইনের ১ জন রয়েছেন। তবে অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।