কাশফুল আর শিউলিতে ছড়াচ্ছে শান্তির আবহ

নবমীর সন্ধ্যায় ঢাক, কাঁসর ঘণ্টা বাজলেও দর্শনার্থীদের কণ্ঠে সুর ছিল বিদায়ের। আজ শুক্রবার বিসর্জন।

নবমীর সন্ধ্যায় মণ্ডপে ভিড় করেন দর্শনার্থীরা। গতকাল রংপুর নগরের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে
ছবি: প্রথম আলো

মণ্ডপের পটভূমিতে কাশবনের আবহ। সামনেই দেবী দুর্গা। মণ্ডপের ওপরের দিকে শিউলি ফুল। শান্তির আবহ নিয়ে দুর্গা পৃথিবীতে এসেছেন—এমন বার্তা দিতে মণ্ডপের পটভূমিতে এই সাজ।

রংপুর নগরের করুণাময়ী কালীবাড়ি পূজামণ্ডপের এই সাজ মুগ্ধ করছে দর্শনার্থীদের। গতকাল বৃহস্পতিবার নবমীর দিনে তাদের ভিড়ও ছিল বেশ। ঢাক, কাঁসর ঘণ্টা বাজলেও দর্শনার্থীদের কণ্ঠে সুর ছিল বিদায়ের। আজ শুক্রবার দশমীতে বিসর্জন দেওয়া হবে দেবী দুর্গাকে।

গতকাল বিকেলে নগরের প্রধান এই পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, কয়েক শ নারী-পুরুষের ভিড়। বেতপট্টির মণ্ডপে নারী ও পুরুষের পৃথক প্রবেশপথ। নবমীতে সারা দিনই মণ্ডপে ছিল ভক্তদের আনাগোনা। এদিন বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে মণ্ডপের ওপর টানানো হয় ত্রিপল।

১০ কিলোমিটার দূরের হরিদেবপুর এলাকা থেকে পরিবার নিয়ে এসেছিলেন রমাকান্ত রায়। বলেন, করোনার সময় বাড়ি থেকে খুব বেশি বের হওয়া হয়নি। এবার সন্তানদের নিয়ে একসঙ্গে পূজামণ্ডপে ঘুরছেন, আনন্দ করছেন।

মণ্ডপের সাজসজ্জা নিয়ে কথা হলো কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবন প্রসাদের সঙ্গে। বলেন, মহামারিকালেও শান্তির বার্তা যেন ফিরে আসে ধরণিতে, এ জন্য মণ্ডপজুড়ে সাদা কাশফুলের ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শরতে ফোটা শিউলি ফুলের আবহ।

রংপুরে এবার ৯৫৬টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। প্রতিমা তৈরি, পূজা উদ্‌যাপন, প্রতিমা বিসর্জনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্‌যাপন পরিষদের সদস্যরা কাজ করছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত।

রংপুর মহানগর পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেন, প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাদাপোশাকেও প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন আছে।