কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানা আগুন। আজ শুক্রবার বিকেলে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আগুনে পুড়ছে ডিভাইন ফেব্রিক্স লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে কালিয়াকৈর ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানার একটি অংশে কিছু শ্রমিক কাজ করলেও বেশির ভাগ অংশের শ্রমিকদের ছুটি ছিল। এসব শ্রমিক দুপুরের বিরতির পর আবার কাজে যোগ দেন। হঠাৎ বিকেল সাড়ে চারটার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তেই পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন।

খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর ও গাজীপুরের দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত কারখানায় আগুন জ্বলছিল। কালিয়াকৈর দমকল বাহিনীর ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চারতলা কারখানাটির একটি অংশে ডাইংয়ের কাজ হয়। বাকিটায় টি–শার্ট, প্যান্টসহ নানা ধরনের পোশাক তৈরি করা হয়। এটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। শ্রমিকসংখ্যা প্রায় তিন হাজার।