কালকিনিতে খালের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় খালের পানিতে ডুবে তায়েবা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তায়েবা একই এলাকার মানিক তালুকদারের মেয়ে।

মৃত তায়েবার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু তায়েবা বিকেল পাঁচটার দিকে ঘর থেকে বের হয়ে পাশের খোলা মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে গেলেও তায়েবা মাঠের পাশের একটি খালের পানিতে হাত-পা পরিষ্কার করতে যায়। এ সময় পা পিছলে তায়েবা খালের পানিতে তলিয়ে যায়। সন্ধ্যার পরও তায়েবা ফিরে না এলে স্বজনেরা খুঁজতে বের হন। কোথাও খুঁজে না পেলে তাঁরা খালের পানিতে তায়েবার সন্ধানে নামেন। পরে খালের পানি থেকে তায়েবার লাশ উদ্ধার করা হয়।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সেলিম সরদার বলেন, শিশু তায়েবা খালের পানিতে ডুবে মারা গেছে। শিশুটির মা-বাবা কিছুতেই এ মৃত্যু মেনে নিতে পারছেন না। ঘটনাটি খুবই দুঃখজনক।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।