কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ ভারতীয় নাগরিক

পাঁচ ভারতীয় নাগরিকের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের অপরাধে আটকা পড়েছিলেন ভারতের পাঁচ নাগরিক। পরে থানায় করা মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন তাঁরা। কারাভোগ শেষে আজ বুধবার দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাঁদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

এই পাঁচ ভারতীয় নাগরিকের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশের হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাঁদের হস্তান্তর করেন।

সাজা শেষে ভারতে ফেরত নাগরিকেরা হলেন বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের ছামিউল হাসদা (৩০), একই এলাকার গৃহবধূ শান্তনা মুর্মু (৪৫), দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম আপতুর গ্রামের লিপলাল হেমব্রম (৪২), আসাম রাজ্যের কালাইর আলগা গ্রামের নুর আমিন শেখ (৩৫) ও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের রুবেল মার্ডি (৪৪)।

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সময়ে দিনাজপুর ও নওগাঁ সীমান্তে বিজিবির হাতে আটক হন। বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে আজ তাঁদের ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে চারজন অবৈধ অনুপ্রবেশের অপরাধে, একজন মাদক চোরাচালানের অপরাধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাজা ভোগ করেন। নওগাঁ জেলা কারাগারে দুই বছর দুই মাস সাজা ভোগ করেন দুজন। অন্যরা দিনাজপুর কারাগারে সাত বছর সাজা ভোগ করেছেন।