কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল চানাচুর বিক্রেতার
যশোরের চৌগাছা উপজেলায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় এক চানাচুর বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজু আহমেদ (২৩)।
আজ সোমবার দুপুরে উপজেলার বেলেমাঠ বটতলা এলাকায় চৌগাছা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আবদুল হালিম বিশ্বাসের ছেলে। তিনি নওদাপাড়া গ্রামের দানবাক্স বাজারে চানাচুর বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে চৌগাছা শহর থেকে বাবাকে নিয়ে বাইসাইকেলে করে চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন রাজু। পথে উপজেলার বেলেমাঠ বটতলা এলাকায় গরুর হাটের কাছে পৌঁছালে একটি ভ্যান বাইসাইকেলে ধাক্কা দিলে রাজু সড়কের ওপর পড়ে যান।
এ সময় ঝিনাইদহের মহেশপুর থেকে চৌগাছার দিকে যেতে থাকা একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালক কাভার্ড ভ্যান চালিয়ে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা সেটিকে আটক করে। একপর্যায়ে সুযোগ বুঝে চালক পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।