কাটাখালী মেয়র আব্বাস আলীকে অপসারণে ১২ কাউন্সিলরের অনাস্থা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেওয়ায় রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর অপসারণে অনাস্থা এনেছেন কাউন্সিলররা। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভা ভবনের সভাকক্ষে কাউন্সিলরদের জরুরি সভায় হয়। সভায় আব্বাস আলীকে মেয়র পদ থেকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনেন নারী কাউন্সিলর হোসনে আরা।
সভায় ১২ জন কাউন্সিলরের সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব পাস হয়। এ অনাস্থা প্রস্তাব সংবলিত অপসারণের আবেদনপত্র গতকাল রাত ১১টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে জমা দেন কাউন্সিলররা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কাটাখালী পৌরসভা কার্যালয়ে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনজুর রহমান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আনোয়ার সাদাতের সভাপতিত্বে এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ওই জরুরি সভা হয়। এতে ১ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা অনাস্থা প্রস্তাব আনেন। পরে এতে সব কাউন্সিলর স্বাক্ষর করেন।
লিখিত বক্তব্যে মনজুর রহমান জানান, মেয়র আব্বাস আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরাল নিয়ে কটূক্তি করেছেন। এ ছাড়া তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও তাঁর পরিবার নিয়ে অশালীন কথা বলেছেন। এটা সুষ্পষ্ট আইনের লঙ্ঘন ও অপরাধ। আব্বাস আলী পৌরসভার কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, জোর করে সই নেওয়া, কাউন্সিলরদের হুমকি প্রদান করেছেন। তিনি সরকারি খালের ওপর দুটি বিশাল ভবন তুলেছেন, এ জন্য তিনি কোনো সভা ডাকেননি। তিনি পৌরসভার নাম করে চাঁদাবাজি করেছেন। তিনি একটি হত্যা মামলায় জামিনে আছেন। এসব কারণে সব কাউন্সিলর তাঁর অপসারণ চান।
মনজুর রহমান আরও জানান, জেলা প্রশাসকের কাছে তাঁরা মেয়র আব্বাসের প্রতি অনাস্থা এনে তাঁকে দ্রুত অপসারণের জন্য আবেদন করেছেন। সংবাদ সম্মেলন থেকে মেয়র আব্বাসকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কাটাখালী পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আব্বাস আলী কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্বে আছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে তাঁর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি অডিও কথোপকথন গত মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তবে মেয়র আব্বাস দাবি করেন, অডিওটি এডিট করা। অডিওর কথোপকথনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় রাজশাহীজুড়ে ব্যাপক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। ইতিমধ্যে এ নিয়ে রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাও হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারসহ আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য তৎপর রয়েছে আওয়ামী লীগই। এর মধ্যে অনাস্থা প্রকাশ করল কাটাখালী পৌরসভার সব কাউন্সিলর। তবে বুধবার তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে পবা উপজেলা আওয়ামী লীগ।