কর্ণফুলীর মোহনা থেকে জাল ও জাটকা জব্দ, ২১ জেলে আটক

হাতকড়া
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে সাড়ে ১১ লাখ টাকার বিভিন্ন জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করেছে সদরঘাট নৌ পুলিশ। ওই সময় ২১ জন জেলেকে আটক শেষে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দিনভর ওই অভিযান চালানো হয়।

সদরঘাট নৌ পুলিশ জানায়, গতকাল দিনভর কর্ণফুলী নদীর মোহনায় অভিযান চালিয়ে সাড়ে নয় লাখ টাকা মূল্যের ১৯টি বেহুন্দি জাল, ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪টি টং জাল ও ৫০ হাজার টাকা মূল্যের ২০০০ মিটারের ১টি চরঘেরা জাল এবং ২০০ কেজি জাটকাসহ ২১ জেলেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় জেলেদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহায়তা করে নৌবাহিনী।

অপর দিকে আনোয়ারার রায়পুরের গহিরা থেকে ২০০ কেজি জাটকা জব্দ করে ৫টি এতিমখানায় বিতরণ করেছে প্রশাসন।

জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ জাল–সংক্রান্ত বিশেষ অভিযানে জাল ও ইলিশ জব্দের পাশাপাশি জেলেদের আটক করা হয়। জেলেদের জরিমানা করে রাতে ছেড়ে দিয়ে জব্দকৃত জালগুলো আগুনে পোড়ানো হয় আর জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়।