কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
জালালাবাদ গ্যাস বিতরণ লিমিটেডের লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা কমলগঞ্জ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সঙ্গে শ্রীমঙ্গল উপজেলায়ও কাল শনিবার ১৪ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি জালালাবাদ গ্যাস সরবরাহ লিমিটেডের শ্রীমঙ্গলের আঞ্চলিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের শ্রীমঙ্গলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ রানার ১২ অক্টোবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও শমশেরনগর গ্যাস বিতরণ লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামাীকাল সকাল ৮টা থেকে টানা ১৪ ঘণ্টা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।