২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ বাসের ১২ যাত্রী। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাবের আহমদ (৬০)। তিনি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপ গ্রামের বাসিন্দা। আহত যাত্রীরা হলেন মামুনুর রশিদ (২৮), সাধন চন্দ্র নাথ (৪০), রওশন আরা (৫৫), মাহমুদুল আক্তার (৩০), মো. বাদশাহ (৩২), জামাল হোসেন (৩০), মো. আজম (২২), মোক্তার হোসেন (৪০), ফরিদা বেগম (৩০), মো. বাবু (২৫), মো. হোজ্জাদ উল্লাহ (২৩) ও শহীদুল ইসলাম (৪৫)। তাঁদের মধ্যে গুরুতর আহত সাধন চন্দ্র, রওশন আরা, ফরিদা বেগম, মো. বাবু ও হোজ্জাদ উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়ার মগনামাঘাট থেকে চট্টগ্রামমুখী ও চট্টগ্রাম থেকে পেকুয়ামুখী সানলাইন পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবিসি আঞ্চলিক মহাসড়কের কাদিমাকাটা রাস্তার মাথা এলাকায়। এতে চট্টগ্রামমুখী বাসের এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২টি বাসের ১২ যাত্রী।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য সাতজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে উভয় বাসচালক পালিয়ে গেছেন।