ওসমানী হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের চাপায় রোগীর মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের চাপায় এক রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে হাসপাতালের ক্যান্সার বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক (৬৫) মৌলভীবাজার জেলা সদরের বাহুলবাগ গ্রামের বাসিন্দা। তিনি গত রোববার হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
নিহত ব্যক্তির ছেলে কামরুল হাসান বলেন, আবদুল মালেককে একটি পরীক্ষার জন্য ওয়ার্ড থেকে বহির্বিভাগে নিয়ে যাওয়া হয়। হেঁটে আসায় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তখন তিনি গাছের পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় আশপাশে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়েই ছিল। হঠাৎ একটি অ্যাম্বুলেন্স পেছন দিকে এসে গাছের সঙ্গে আবদুল মালেককে চাপা দেয়। পরে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যান।
অ্যাম্বুলেন্সচাপায় রোগীর মৃত্যুর ঘটনায় পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে হাসপাতালের পরিচালক ব্রিগডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতাল প্রাঙ্গণ বহিরাগত অ্যাম্বুলেন্সগুলো দখলে নিয়ে রেখেছে। একাধিকবার তাঁদের সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানিয়েও কাজ হয়নি। তাঁরা উল্টো বিভিন্ন ভাবে হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের হুমকি-ধমকি দেন। তিনি আরও বলেন, হাসপাতালে পাঁচটির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখতে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এরপরও তাঁরা নির্দেশনা অমান্য করে হাসপাতালের অভ্যন্তরে অ্যাম্বুলেন্স ও যানবাহন রেখে দেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ওই অ্যাম্বুলেন্সের নম্বর ও চালকের নাম সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশের পক্ষ থেকে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।