এমসি কলেজের আবাসিক হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এমসি কলেজের নতুন ছাত্রী হলের চতুর্থ তলার একটি খালি কক্ষ থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ছবি: প্রথম আলো

সিলেটের এমসি কলেজের নতুন ছাত্রী হল থেকে স্মৃতি রানী দাশ (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাতটার দিকে হলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ওই ছাত্রী হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে থাকতেন।

স্মৃতি রানী দাশ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার যুগল কিশোর দাশের মেয়ে। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও হলের কয়েক ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্মৃতি রানী দাশ সহপাঠীদের সঙ্গে নতুন ছাত্রী হলের ৩০৭ নম্বর কক্ষে থাকতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটা পর্যন্ত তাঁকে কক্ষে থাকতে দেখেন সহপাঠীরা। এরপর যে যার মতো ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে ওই কক্ষের সহপাঠীরা স্মৃতি রানীকে আসনে না পেয়ে দরজা খুলতে যান। কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। পার্শ্ববর্তী কক্ষের সহপাঠীদের সহযোগিতায় দরজা খোলা হয়। তখনো স্মৃতিকে পাওয়া যাচ্ছিল না। পরে হলের চতুর্থ তলায় ৪০৩ নম্বর কক্ষে স্মৃতি রানীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেন ছাত্রীরা। কর্তৃপক্ষ শাহপরান থানা-পুলিশকে বিষয়টি জানায়।

পুলিশ জানায়, পাঁচতলাবিশিষ্ট ওই হলের তৃতীয় তলা পর্যন্ত ছাত্রীরা থাকেন। চতুর্থ তলা থেকে কক্ষগুলো খালি। স্মৃতি রানীকে চতুর্থ তলার একটি খালি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাত দুইটা থেকে সকাল ছয়টার মধ্যে তিনি চতুর্থ তলার ওই কক্ষে গিয়ে ‘আত্মহত্যা’ করেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. সালেহ আহমদকে বেলা ১১টার দিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ নিহত ছাত্রীর লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।

আনিসুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে তাঁর কাছ থেকে কোনো চিরকুট পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।