উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির করোনা পজিটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির মৃত্যুর পাঁচ দিন পর জানা গেল, তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন। মারা যাওয়া ব্যক্তি মুক্তিযোদ্ধা (৭০) ছিলেন। এ ছাড়া বাউফল উপজেলার আরও এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি ব্যাংকার (৫৮) ছিলেন। তিনিও করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন।

গতকাল শনিবার রাতে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া গতকাল এই দুজনসহ মোট আটজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন চিকিৎসক। এ নিয়ে পটুয়াখালীতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪১।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আখতারুজ্জামান (ভারপ্রাপ্ত) জানান, ১৪ জুন সকালে বাউফলের দাসপাড়া এলাকা থেকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এক মুক্তিযোদ্ধা। সন্ধ্যার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদার পর কোভিড প্রটোকল অনুযায়ী দাফন করা হয়। গতকাল রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ আসে।

এদিকে উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা এক ব্যাংক কর্মকর্তা গত শুক্রবার জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। বরিশালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং গতকাল রাতে প্রতিবেদনে পজিটিভ এসেছে। কোভিড প্রটোকল অনুযায়ী তাঁকে দাফন করা হয়েছে।

মারা যাওয়া ওই দুই ব্যক্তিসহ পটুয়াখালী জেলায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। শনাক্ত এই আটজনের বাড়িই পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকায়।

তাঁদের বয়স ৩৬ বছর থেকে ৭০ বছরের মধ্যে। শনাক্ত সবাই পুরুষ। এ নিয়ে পটুয়াখালী জেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪১। আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে ৫ জন, দুমকিতে ২ জন, কলাপাড়ায় ২ জন, সদর উপজেলায় ২ জন। এ ছাড়া গলাচিপা ও মির্জাগঞ্জে একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আশা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।