উপকেন্দ্রে পানি, জগন্নাথপুর দুই দিন ধরে বিদ্যুৎহীন

সিলেট শহরের বড়ইকান্দি উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে
ছবি: প্রথম আলো

সিলেটে বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে উপজেলার কয়েক লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছে।

উপজেলাবাসী ও আবাসিক বিদ্যুৎ প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সিলেটের বড়ইকান্দি ৩৩ কেভি বিদ্যুৎকেন্দ্র থেকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সিলেট শহরের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বড়ইকান্দি ৩৩ হাজার কেভি বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকে পড়ে। এতে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় গতকাল জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশল কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বলা হয়, সিলেটে বন্যার কারণে বড়ইকান্দি উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, ‘জগন্নাথপুরসহ সারা দেশে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক উন্নয়ন হলেও আমাদের এখনো ৪১ কিলোমিটার দূর সিলেট বড়ইকান্দি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ঝড়বৃষ্টি হলে তার ছিঁড়ে খুঁটি পড়ে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।’

জগন্নাথপুর পৌর এলাকার গৃহবধূ সবিতা রানী দাস বলেন, ‘নবপ্রযুক্তির বিকাশের এই যুগে দুই দিন বিদ্যুৎহীন থাকার বিষয়টি কল্পনা করা যায় না। কবে বিদ্যুৎ পাওয়া যাবে, তাও বিদ্যুৎ বিভাগ বলতে পারছে না। এটা মেনে নেওয়া কষ্টকর।’

বিদ্যুৎ বিভাগের জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান প্রথম আলো কে বলেন, সিলেটের বড়ইকান্দি ৩৩ কেভি উপকেন্দ্র থেকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ–সংযোগ পাওয়া যায়। সেখানে বন্যার পানি ঢুকে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন উপকেন্দ্রটি চালু করতে বিদ্যুৎ বিভাগ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবে চালু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।