উখিয়ার রোহিঙ্গা শিবিরে আবার আগুন, পুড়ল ২৯ ঘর
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ইরানি পাহাড় ৫ নম্বর শিবিরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রোহিঙ্গাদের ২৯টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্বেচ্ছাসেবকেরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে ইরানি পাহাড় ৫ নম্বর শিবিরের একটি ব্লকে আগুন ধরে। এ সময় আগুন দ্রুত কয়েকটি ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়াসহ বিভিন্ন এলাকার একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। রোহিঙ্গা শিবিরে বর্তমানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা জানান, ওই সময় অধিকাংশ রোহিঙ্গা ঘুমিয়ে ছিলেন। আগুনের খবর পেয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা জিনিসপত্র ও কাপড়চোপড় রক্ষা করতে পারেননি।
১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের শিবিরের বিভিন্ন লার্নিং সেন্টার ও মাদ্রাসায় নিয়ে রাখা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে, সেটা এখনো নিশ্চিত নয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ৯ জানুয়ারি বিকেলে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এর আগে ২ জানুয়ারি উখিয়ার কুতুপালং ২০ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা শিবিরের একটি করোনা আইসোলেশন সেন্টার পুড়ে যায়।