ইটনায় যাত্রীবাহী ট্রলারডুবি, এক নারী যাত্রীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় মনু নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।
ট্রলারডুবিতে মারা যাওয়া ওই নারী যাত্রীর নাম বকুলা বেগম (৬৫)। তিনি মিঠামইন উপজেলার ঢাকী মুন্সিহাটির মৃত সালেক মিয়ার স্ত্রী। এ দুর্ঘটনায় নিখোঁজ শিশু রবিনের (৯ মাস) বাড়ি ইটনার এলংজুরীতে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলার ঢাকী বাজার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার চামড়াঘাটের উদ্দেশে যাত্রা করে। ট্রলারটি সকাল ১০টার দিকে এলংজুরী বাজার ঘাটে পৌঁছায়। এ সময় সেখান দিয়ে একটি স্পিডবোট অতিক্রম করলে ঢেউয়ের সৃষ্টি হয়। ওই ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রলারটি নদে তলিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারের ভেতরে বকুলা বেগম আটকা পড়েন। তাঁকে ট্রলারের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় শিশু রবিন নিখোঁজ রয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ছাড়া এলংজুরি নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের উদ্ধারকাজে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়। ট্রলারডুবিতে মারা যাওয়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।