আসামি গ্রেপ্তার ও ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে দুই কৃষকের বিষপানে মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটুতে সেচের পানি না পেয়ে দুই কৃষকের বিষপানে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এতে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার, সেচপাম্পের অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও ন্যায়সংগত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আজ সোমবার বেলা ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপীর এই কর্মসূচিতে বক্তারা বলেন, বিষপানে দুই কৃষকের আত্মহত্যার আগেই জমিতে ঠিকমতো সেচ না দেওয়ার অভিযোগে সাখাওয়াতকে ঈশ্বরীপুর গভীর নলকূপ-২-এর অপারেটর থেকে বাদ দেওয়ার জন্য স্থানীয় কৃষকেরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছে আবেদন করেছিলেন। তাঁরা সাংবাদিকদের হাতে ২০২০ সালের ২৪ নভেম্বর ও ২০২১ সালের ১৮ নভেম্বর তারিখে করা দুটি অভিযোগের ফটোকপিও সরবরাহ করেছেন। অভিযোগের পরও সাখাওয়াতকে বাদ দেওয়া হয়নি; কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। দুজন কৃষক মারা যাওয়ার পরও তারা এর দায় নিতে চাচ্ছে না। তদন্তের নামে কৃষকের সঙ্গে উপহাস করা হচ্ছে।

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘আপনারা তো আদিবাসীদের জমিজায়গা লুট করে আগেই ভারতে বিদায় করে দিয়েছেন। এখনো যাঁরা আছেন, তাঁদের চাষাবাদ করার সুযোগ দিচ্ছেন না।’

রবীন্দ্রনাথ সরেন আরও বলেন, গোদাগাড়ী থানার ওসি কামরুল হাসান প্রথম দিনেই অভিনাথ মারানডির স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছিলেন। প্রথম থেকেই তিনি ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। আত্মহত্যায় প্ররোচনার মামলায়ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি। গোদাগাড়ী থানায় এই ওসি থাকলে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। এই হত্যাকাণ্ডের ন্যায়সংগত ক্ষতিপূরণ দাবি করেন রবীন্দ্রনাথ। সেই সঙ্গে বিভিন্ন জেলায়, উপজেলায় মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষকের সঙ্গে ব্যবসা করছে। তাঁরা আগে থেকেই বলে আসছিলেন ভূগর্ভস্থ পানি নিয়ে কৃষকের সঙ্গে বিএমডিএর ব্যবসা বন্ধ করতে হবে। জাতীয় আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস বলেন, বিএমডিএ ঘটনার তদন্তের নামে কৃষকের সঙ্গে উপহাস করছে। তারা মূল ঘটনা তদন্ত না করে জমির ফসল আর আগাছা দেখে একটি মৃত্যুর ঘটনা তদন্ত করছে। এটা কৃষকের সঙ্গে উপহাস ছাড়া আর কিছুই নয়। তারা এই হত্যার দায় নিচ্ছে না।

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সভাপতি যাদু কুমার দাস প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি কল্পনা রায়, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, কৃষকনেতা মিনারুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী নগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, পাবনা সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়াস, নাটোর জেলা সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা কমিটির সহসভাপতি হেমন্ত পাহান, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সুশান্ত মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।

বারবার ঘুরেও ধানের জমিতে পানি না পেয়ে গত বুধবার সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৬) ও তাঁর চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষ পান করেন। ওই দিন রাতেই অভিনাথ মারা যান। আর শুক্রবার মারা যান রবি মারানডি। এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। মামলায় জমিতে পানি না দিয়ে ১০-১২ দিন ধরে হয়রানির অভিযোগ করা হয়েছে অপারেটরের বিরুদ্ধে।