আ.লীগ প্রার্থীর কাছ থেকে বিএনপির চারজনের টাকা নেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি

বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে মনোনয়নপত্র জমা না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বিএনপির দুজন কাউন্সিলর প্রার্থীসহ চারজনকে বহিষ্কারের সুপারিশ করেছে দলটির শহর কমিটি। গত মঙ্গলবার এ সুপারিশ জেলা বিএনপির কাছে পাঠানো হয়।

ওই চারজন হলেন সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য মাহামুদুল আলম, পৌর যুবদলের সদস্য মামুনুর রশিদ ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুল হক।

ওই চারজনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। চিঠির জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফজলুল বারী তালুকদার, যুগ্ম আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপি

বহিষ্কারের সুপারিশের চিঠিতে সান্তাহার শহর বিএনপির আহ্বায়ক মজিবর রহমান ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সই করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সান্তাহার পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের লক্ষ্যে জাহিদুল ও মাহামুদুল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর শর্তে মামুনুর ও মাহফুজুলের মধ্যস্থতায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল কুদ্দুসের কাছ থেকে টাকা নেন। তাঁরা গত রোববার শেষ দিনেও মনোনয়নপত্র জমা দেননি। এতে আর কোনো প্রার্থী না থাকায় আবদুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হন। মনোনয়নপত্র জমা না দেওয়ার ঘটনায় সোমবার পৌর বিএনপি জরুরি সভা ডাকে। সেখানে ওই চারজনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এরপর এ-সংক্রান্ত চিঠি জেলা কমিটিতে পাঠানো হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার আজ বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, ওই চারজনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। চিঠির জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।