আলমগীরের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল
আলমগীর হোসেন (২৮)। বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢিশাল গ্রামে। স্বপ্ন ছিল শিক্ষক হবেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু পরীক্ষায় বসার কয়েক ঘণ্টা আগে বজ্রপাতে প্রাণ হারান তিনি।
আজ শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। আলমগীরের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রাঢিশাল গ্রামের মুকসুদ আলীর ছেলে আলমগীর হোসেন পরিবারের সঙ্গে বাড়িতে থেকে পড়াশোনা করতেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় আলমগীর বাড়ির পাশে একটি খলায় ধান গোছাচ্ছিলেন। তখন হঠাৎ করে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমগীরের চাচা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আলমগীর পড়াশোনায় বেশ ভালো ছিলেন। আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গতকাল রাতে বজ্রপাতে মারা যান তিনি। আজ জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা এলাকার বাসিন্দাদের কাছ থেকে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। নিহত ব্যক্তির পরিবার নিজ দায়িত্বে লাশ দাফন করেছে।’
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উদ্দিন বলেন, বজ্রপাতে মারা যাওয়া আলমগীরের আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এমন মৃত্যু খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলমগীরের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।