আরও দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে আরও দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বেলা একটার দিকে লাশ দুটি উদ্ধার উদ্ধার করা হয়। ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া দুটি লাশের মধ্যে একটি লাশ ফায়ার সার্ভিসের এক কর্মীর ও অপর লাশটি কারখানার নিরাপত্তা প্রহরীর বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে গত তিন দিনে ৪৩ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
গত শনিবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লোডিং স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর দেড় ঘণ্টা পর একটি কনটেইনারে থাকা রাসায়নিক বিস্ফোরিত হয়ে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পর দুই লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।