‘আমার মা কই গেল রে, মা ডাকব কারে’
‘আমার মা কই গেল রে, মা ডাকব কারে। আমি এখন কারে নিয়া ঘুমাব। কেডা আমার বুকের ওপরে শুইব।’ সড়ক দুর্ঘটনায় সাত বছরের শিশু মালিহা নিহত হওয়ার পর এভাবেই বিলাপ করছিলেন তার বাবা মফিজ উদ্দিন মিন্টু। এ সময় বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
গাজীপুরের শ্রীপুরের মাওনা-বরমী সড়কের পাঠানটেক এলাকায় আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. আল আমিন নামের এক স্বজন বলেন, মালিহা স্থানীয় পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। তারা তিন বোন।
দুর্ঘটনায় মালিহার মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পরিবারের সদস্যরা জানায়, স্কুল ছুটি হওয়ার পর পৌনে একটার দিকে মালিহা বাড়ি ফিরছিল। স্কুল ড্রেস পরা অবস্থায় মালিহা বাড়ির কাছাকাছি পৌঁছালে বরমী থেকে সাতখামাইরমুখী বেপরোয়া গতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। দুর্ঘটনায় মালিহার মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয় লোকজন ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান প্রথম আলোকে বলেন, ইজিবাইকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। ইজিবাইকটি পুলিশের হেফাজতে আছে।