আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরার দাফন সম্পন্ন

শাহান আরা আবদুল্লাহ
শাহান আরা আবদুল্লাহ

বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহান আরা আবদুল্লাহ (৭২) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। জানাজা শেষে সোমবার বরিশালে মরদেহ দাফন করা হয়েছে।

সাহান আরা আবদুল্লাহ স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা।

সাহান আরা আবদুল্লাহর মরদেহ সোমবার ঢাকা থেকে বরিশালে আনা হয়। করোনা পরিস্থিতির কারণে সকাল সোয়া আটটায় বরিশাল কবরস্থান-সংলগ্ন মাদ্রাসা মাঠে সীমিত পরিসরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকায় প্রথম জানাজা হয়। পরে মরদেহ বরিশাল কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে বরিশাল নগর ও জেলা আওয়ামী লীগ সোমবার থেকে চার দিনের শোক পালন শুরু করেছে।

বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদজননী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়।

সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।