আনোয়ারায় হাতি আছড়ে মারল বৃদ্ধকে
চট্টগ্রামের আনোয়ারায় হাতি আছড়ে মারল আজিজ ফকির (৭৩) নামের এক বৃদ্ধকে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের ভোলা শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ ভোরে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে হাতির সামনে পড়েন আজিজ। পরে হাতি তাঁকে আছড়ে ফেলে। এতে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির প্রতিবেশী নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি ফজরের নামাজ আদায় করে ঘরে ফেরার পথে ছড়ার পাশে আজিজের লাশ পড়ে থাকতে দেখি। লাশের আশপাশে হাতির পায়ের ছাপ দেখা গেছে।’
স্থানীয় ২ নম্বর চাপাতলী ওয়ার্ডের গ্রাম পুলিশ সুনীল নাথ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারা রাত হাতির দল পুরো এলাকায় তাণ্ডব চালায়। ভোরের দিকে এক বৃদ্ধকে আছড়ে মারে হাতির দল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস দিদারুল ইসলাম সিকদার বলেন, হাতির হামলায় একজনের প্রাণহানির ঘটনা বন বিভাগকে জানানো হয়েছে।