আতঙ্কিত গ্রামবাসী পিটিয়ে মারল মেছোবাঘ

সম্প্রতি লোকালয়ে চলে আসা দুটি মেছোবাঘ আটক করে গ্রামবাসী। এর মধ্যে একটিকে বনবিভাগ জীবিত উদ্ধার করে। অপরটি গ্রামবাসীর পিটুনিতে মারা যায়। শুক্রবার পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রামে।
প্রথম আলো

হঠাৎ গ্রামে এসে পড়ে দুটি মেছোবাঘ। আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী। বাঘ ধরার জন্য একত্র হয় তারা। একদিকে প্রাণ বাঁচাতে মেছোবাঘের ছোটাছুটি, অন্যদিকে মেছোবাঘ ধরতে মরিয়া স্থানীয় লোকজন। শেষে ধরা পড়ে এগুলো। গ্রামবাসীর পিটুনিতে মারা যায় একটি। অপরটি উদ্ধার হয় জীবিত। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামন গ্রামে।

ধরার সময় মেছোবাঘগুলোর আঁচড়ে আহত হন চারজন। অন্যদিকে বাঘ ধরার খবরে ছুটে আসে আশপাশের গ্রামের শত শত মানুষ। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বন্য প্রাণিবিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সদস্যরা আমাদের বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি বাঘ মারা যায়। অপরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সেটিও বেশ আহত। এখন সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ্ হলে নিরাপদ কোনো স্থানে বাঘটিকে অবমুক্ত করা হবে।’

এ প্রসঙ্গে নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সভাপতি এহসান আলী বিশ্বাস বলেন, গ্রামবাসীর হাতে ধরা পড়া বাঘ দুটি বিপন্ন প্রজাতির। এগুলো মূলত মেছো বিড়াল বা বাঘরোল নামে পরিচিত। অনেকেই এটিকে মেছোবাঘ বলে ডাকেন। এরা মানুষের কোনো ক্ষতি করে না। ক্রমেই তাদের বসবাসের জায়গা কমে যাচ্ছে। ফলে অনেক সময় লোকালয়ে দেখা যায়। এদের রক্ষা করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

এক সপ্তাহ আগে হঠাৎ গ্রামে মেছোবাঘ দুটির দেখা মেলে। সুযোগ পেলেই বাঘ দুটি বাড়িতে চলে আসত। বাঘ দেখলে ছুটোছুটি করত মুরগি ও ছাগল। ফলে গ্রামে ‘বাঘ’ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে হঠাৎ গ্রামে মেছোবাঘ দুটির দেখা মেলে। সুযোগ পেলেই বাঘ দুটি বাড়িতে চলে আসত। বাঘ দেখলে ছুটোছুটি করত মুরগি ও ছাগল। ফলে গ্রামে ‘বাঘ’ আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্রামের লোকজন একত্র হয়ে লাঠিসোঁটা ও জাল নিয়ে এগুলো ধরতে নামে। একটি জঙ্গলঘেরা কবরস্থান ঘিরে এ অভিযান শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক পর মেছোবাঘগুলো ধরা পড়ে। এ সময় বাঘের আঁচড়ে লিটন বিশ্বাস (৩৫), এনামুল হক (২৩), মহিদুল ইসলাম (২৮) ও আনিছ (৩০) আহত হন। এতে ভয়ে গ্রামবাসী একটি বাঘকে পিটিয়ে হত্যা করে।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘সকালে খবর পাই, বাঘ ধরার জন্য গ্রামবাসী জোট বেঁধেছে। বিষয়টি জানার পর জীবিত অবস্থায় বাঘ দুটিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনার নির্দেশ দিই। কিন্তু এর মধ্যেই একটি বাঘ মারা যায়। অপরটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।’