আজমেরী ওসমানের স্বীকারোক্তি নিয়ে অভিযোগপত্র দাখিল করা হোক: রফিউর রাব্বি

ত্বকী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার শুরুর দাবি জানিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বালন কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৭ মাস উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন নিহত ত্বকীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি দুলাল সাহা, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক ফারুক মহসীন প্রমুখ।

রফিউর রাব্বি তাঁর বক্তব্যে বলেন, ৯ বছর হতে চলল ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে আছে। আইনকে কেবলই নিজের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে সরকার চলতে চলতে বিচারব্যবস্থার সঙ্গে সঙ্গে নির্বাচনী ব্যবস্থা, মানুষের নিরাপত্তা, মৌলিক অধিকার, গণতন্ত্র সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে চলেছে।

রফিউর রাব্বি বলেন, ‘১৬৪ ধারার জবানবন্দিতে সুলতান শওকত ভ্রমর বলেছে, আজমেরী ওসমানের টর্চার সেলে আজমেরীসহ ১১ মিলে ত্বকীকে হত্যা করেছে। র‍্যাব তাদের সংবাদ সম্মেলনেও তা উল্লেখ করেছে, আমরা চাই অভিযোগপত্র দেওয়ার আগে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নিয়ে অভিযোগপত্র পূর্ণাঙ্গ করা হোক। কারণ, আমরা বরাবরই বলে এসেছি, শামীম ওসমানের নির্দেশে তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান তাদের লোকজন নিয়ে ত্বকীকে হত্যা করেছে। অসম্পূর্ণ অভিযোগপত্র কখনোই গ্রহণযোগ্য হবে না।’

রফিউর রাব্বি তাঁর বক্তব্যে বলেন, ৯ বছর হতে চলল ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে আছে। আইনকে কেবলই নিজের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।
ত্বকী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার শুরুর দাবি জানিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বালন কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

শামীম ওসমানের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, ‘আপনি ৯ বছর পর বিচার চাইলেন, নাকি উপহাস করলেন? আপনি বিভিন্ন সময় বলেছেন, সংবাদ সম্মেলন করে আপনি ত্বকী হত্যায় আপনার পরিবার জড়িত না, তার প্রমাণ দেবেন। আমি আপনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি প্রমাণ দেন। ত্বকী হত্যার বিচার আমরা আদায় করেই ঘরে ফিরব।’

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।