‘অসুস্থ’ খবর পেয়ে দুবাই থেকে এসে দেখলেন খুনের শিকার মেয়ের লাশ

হত্যা
প্রতীকী ছবি

‘মেয়ে খুব অসুস্থ, খবর পেয়ে দুবাই থেকে রংপুরের পীরগঞ্জের গ্রামের বাড়িতে এসে মেয়ের লাশ দেখেছি। মেয়েটাকে কেন এমন কষ্ট দিয়ে হত্যা করা হলো, সেটা ভাবলে বুকটা ফেটে যাচ্ছে। আমি হত্যাকারী পাষণ্ডদের খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’

এই দাবি রাজধানীর সবুজবাগের বাসায় দুর্বৃত্তের হাতে খুনের শিকার গৃহবধূ তানিয়া আফরোজের (২৬) বাবা মিস্টার আলীর। তানিয়ার হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। সোমবার সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামে তানিয়ার জানাজায় অংশ নিয়ে এ দাবি জানান এলাকাবাসী।

এর আগে রোববার রাত একটার দিকে অ্যাম্বুলেন্সে করে তানিয়ার লাশ এসে গ্রামের বাড়িতে পৌঁছায়। তানিয়ার দুবাইপ্রবাসী বাবা রোববার বিকেলে ঢাকায় এসে পৌঁছান। সোমবার ভোরে তিনি গ্রামে পৌঁছে শেষবারের মতো মেয়ের লাশ দেখেন। এরপর যাদবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তানিয়ার লাশ দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন

শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসায় সাড়ে চার বছরের শিশু মায়মুনার সামনেই তার মা তানিয়া আফরোজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে শিশুটির মুখে স্কচটেপ দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। তার ১০ মাস বয়সী ছোট ছেলে তানভীরুলকেও একইভাবে স্কচটেপ দিয়ে মুখ আটকে দেয় দুর্বৃত্তরা।

তানিয়ার জানাজায় এলাকার অন্তত দুই হাজার মানুষ অংশ নেন। জানাজায় অংশ নিয়ে এলাকার বেশ কয়েকজন বক্তব্য দেন। এ সময় পীরগঞ্জের বড়দরগাহ ফাজিল মাদ্রাসার প্রভাষক মঞ্জুর হোসেন বলেন, তানিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তানিয়ারা তিন ভাইবোন। তানিয়া আফরোজ রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিভাগে স্নাতকোত্তর করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় তানিয়ার পরিবারে এখন আতঙ্ক বিরাজ করছে। নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি কেউই মানতে পারছেন না। তানিয়ার চাচাতো ভাই নুরুন্নবী মিয়া বলেন, তানিয়ার মাথার ওপরে-নিচে ও ডান কাঁধে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তিনি বলেন, ‘আমরা এখন তানিয়ার স্বামী ময়নুল ইসলাম ও তাঁর দুই শিশুসন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন