অপরাধীদের জামিনে বের করে নিজেই হতেন তাঁদের সর্দার

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড চুরির মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত মহিউদ্দিন।
ছবি: সংগৃহীত

আগে অস্ত্র, ইয়াবাসহ দুই দফা পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিনি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। জামিনে বের হয়ে আবারও জড়িয়েছেন অপরাধে। শুধু তাই নয়, অপরাধী চক্রের সদস্যদের অর্থের বিনিময়ে জেল থেকে জামিনে মুক্ত করে নিজেই সর্দার হয়েছেন। গত ২৭ জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক ট্রাক রড চুরির ঘটনায় আবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

তাঁর নাম মহিউদ্দিন শিবলু (৪২)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় মদন পাঠানবাড়ির বাসিন্দা। গত শুক্রবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ বোস্তামি সংযোগ সড়ক থেকে রড চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের পর প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

সুমন বণিক বলেন, জবানবন্দিতে মহিউদ্দিন জানিয়েছেন যে ২০১৮ সালে নির্বাচনের আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন তিনি। ওই বছরের ২৫ ডিসেম্বর পিস্তল, দুটি ম্যাগাজিনসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। ছয় মাস পর জামিনে বেরিয়ে এসে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। পরের বছরের ২৩ অক্টোবর ইয়াবাসহ ধরা পড়ার এক বছর পর জামিনে মুক্ত হন। দুই দফা জেলে থাকা অবস্থায় আন্তজেলা ডাকাত দলের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। দ্বিতীয় দফায় তিনি নিজের অর্থ ব্যয় করে এক ডাকাতকে জামিনে কারাগার থেকে বের করেন। এরপর জেল থেকে বের হওয়া ডাকাতেরা মিলে বিভিন্নস্থানে গরু চুরি করা শুরু করেন। এগুলো বিক্রি করতেন মহিউদ্দিন।

পুলিশ পরিদর্শক সুমন বণিক আরও বলেন, গত ২৬ ডিসেম্বর মহিউদ্দিনের কিছু রড লাগবে বলে তাঁর ডাকাত চক্রের একজনকে বলেন। সেদিনই ডাকাত দলের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেও পুলিশের তৎপরতায় ব্যর্থ হন। পরদিন রাতে সীতাকুণ্ডের শুকলালহাট এলাকা থেকে ঢাকামুখী একটি রডের ট্রাক ছিনতাই করে তাঁরা মহিউদ্দিনকে জানান। রাতেই মহিউদ্দিন চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের বাসা থেকে এসে রডগুলো বুঝে নেন। এক দিন পর মহিউদ্দিনের গ্রামের বাড়ি থেকে রড ও ফতেয়াবাদ এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে পুলিশ।