অনৈতিক সম্পর্কের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

পিটুনি
প্রতীকী ছবি

অনৈতিক সম্পর্কের জেরে বরিশালে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম বাসুদেব চক্রবর্তী ওরফে তুনো ঠাকুর (৪০)। তিনি মধ্য হারতা গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেব চক্রবর্তী হারতা বাজারের বাস কাউন্টারে টিকিট মাস্টার হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি হারতা বাজারে কাঁচা তরকারির ব্যবসা শুরু করেন। বাসুদেব দীর্ঘদিন ধরে স্থানীয় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। এ নিয়ে ওই নারীর ভাইদের সঙ্গে বাসুদেবের বিরোধ চলছিল। বাসুদেব প্রতিদিন রাত ১০টার মধ্যে বাড়িতে ফেরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়িতে ফেরেননি। দিবাগত রাত ৩টার দিকে একটি মুঠোফোন থেকে বাসুদেবের বড় ভাই নিখিল চক্রবর্তীকে কল করে জানানো হয়, তাঁর ভাইয়ের লাশ জামবাড়ি জমির পাশে পড়ে আছে। বিষয়টি উজিরপুর মডেল থানা-পুলিশকে জানানো হয়। পরে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নেয়।

বাসুদেব চক্রবর্তীর বড় ভাই হারতা ইউনিয়ন যুবলীগের সভাপতি নিখিল চক্রবর্তী বলেন, বিজয় ভাংড়া, তাঁর ভাই উত্তম ভাংড়া ও তাঁদের সহযোগীরা পরিকল্পিতভাবে তাঁর ভাইকে পিটিয়ে হত্যা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, কথিত প্রেমিকার বাড়ির পাশ থেকে বাসুদেব চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিজয় ভাংড়া ও তাঁর ভাই উত্তম ভাংড়া পলাতক।