গাইবান্ধায় সব কটি নদ-নদীর পানি বাড়া অব্যাহত
উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের বৃষ্টিতে গাইবান্ধায় সব কটি নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে ৩১ সেন্টিমিটার, ঘাঘটের পানি গাইবান্ধা শহরের নতুন ব্রিজ এলাকায় ১৯ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ও তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, গতকাল রোববার বেলা তিনটা থেকে আজ সোমবার বেলা তিনটা পর্যন্ত এ পরিমাণ পানি বৃদ্ধি পায়। তবে আজ বেলা তিনটায় সব নদ-নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, আপাতত গাইবান্ধায় বন্যার কোনো আশঙ্কা নেই। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো বৃষ্টি হয়নি।