গরু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ কৃষকের

পানিতে তলিয়ে আছে আমন ধানের খেত, মাছের খামার। জাল ফেলে মাছ ধারছেন মানুষ। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মান্দালিয়া গ্রামে হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের চাডাইন্না বিলপাড় এলাকায় আজ রোববার দুপুরেছবি: প্রথম আলো

গত রাতের বৃষ্টিতে বাড়িতে পানি। মানুষ থাকার অবস্থা নেই। নেই গবাদিপশু থাকার মতো অবস্থাও। গোয়ালের গরুগুলো না খেয়ে আছে। এমন অবস্থায় গরু নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মান্দালিয়া গ্রামের কৃষকেরা। বন্যায় ফসলডুবি হলেও গরুগুলো বাঁচাতে চান তাঁরা।

আরও পড়ুন

ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের পূর্ব মান্দালিয়া গ্রামের চাডাইন্না বিলপাড় এলাকায় গিয়ে আজ রোববার দুপুরে দেখা যায়, প্রধান সড়কটি তলিয়ে গেছে। পানি মাড়িয়ে গরু নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন কয়েকজন কৃষক। সেই দলে থাকা মান্দালিয়া গ্রামের সাইফুল ইসলাম ও শরাফ উদ্দিন বলেন, গরুগুলোর জন্য নিরাপদ আশ্রয় খুঁজছেন তাঁরা।

একই গ্রামের মফিজ উদ্দিন বলেন, ‘শেষ রাইত থাইক্যা বাড়িঘরে পানি। গরু না খাইয়া আছে। আমরা মানুষ, কষ্টের কথা কইতে পারি। কিন্তু গরুগুলারও তো কষ্ট অইতাছে। সকাল থাইক্যা একমুইঠ বনও দিতাম পারছি না।’ তিনি পাঁচটি গরু নিয়ে উঁচু স্থানের দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন

ছয়টি গরুর মালিক চান্দপুর গ্রামের রোকন উদ্দিন বলেন, ‘বিরাট সমস্যার মইদ্যে পইড়া গেছি।’

আরও পড়ুন