ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে বিভাগীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি চিঠি ওই শিক্ষককে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান। তাই তদন্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁকে বিভাগের একাডেমিক, পরীক্ষাসংক্রান্তসহ সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি, ব্যক্তিগত কক্ষে নিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন, ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রদের জোর করে সমকামিতায় বাধ্য করা, কথা না শুনলে নম্বর কম দেওয়া, মেয়েদের ব্যক্তিগত নম্বরে কল দিয়ে বিরক্ত করা, ফেক আইডি দিয়ে বিভিন্ন ছাত্রীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথনসহ নানা গুরুতর অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁকে স্থায়ী বহিষ্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ, প্রধান ফটকে তালার লাগানোর ঘটনা ঘটেছে।

এদিকে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে গতকাল মঙ্গলবার হাফিজুল ইসলামের ক্যাম্পাসে আসার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি আসেননি। এদিন তাঁকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ওই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন বিভাগের শিক্ষার্থীরা।