বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন সহস্রাধিক রোগী
‘এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে চট্টগ্রাম থেকে নাকি অনেক বড় একজন ডাক্তার আসিছে। তাঁর চিকিৎসায় নাকি অনেক নিঃসন্তান দম্পতির সন্তান হইছে। এটা জানার পর তাঁর কাছে আসছি চিকিৎসার জন্য। এই ডাক্তারের অসিলায় আল্লাহ যদি বিয়ের ৯ বছর পর আমাদের একটা সন্তান দেয়।’
আজ শনিবার নওগাঁ শহরের দক্ষিণ কালিতলা এলাকায় বিনা মূল্যের চিকিৎসাশিবিরে চিকিৎসা নিতে এসে এসব বলছিলেন সাবিনা ইয়াসমিন (৩৩) নামের এক গৃহবধূ। তিনি এসেছেন নওগাঁর সদর উপজেলার শৈলগাছী এলাকা থেকে।
মরহুম ময়েজ উদ্দিন আহম্মেদ ও রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আজ দিনব্যাপী অসহায় ও দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়। এর আয়োজন করেন ওই দম্পতির মেয়ে বন্ধ্যত্ব রোগবিশেষজ্ঞ অধ্যাপক মাফরুহা খানম। সকাল ১০টায় বিনা মূল্যের এই চিকিৎসাশিবির শুরু হয়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসাসেবা পেতে দুই হাজারের বেশি রোগী নাম নিবন্ধন করেন। আজ রাত আটটা পর্যন্ত এই চিকিৎসাশিবির চলবে। অধ্যাপক মাফরুহা খানম ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের উপপরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ জাহিদ নজরুল চৌধুরী, শিশুরোগবিশেষজ্ঞ মামুনুল হক ও দন্তচিকিৎসক শাহিনুল হক চৌধুরী চিকিৎসাসেবায় অংশ নেন।
মাফরুহা খানম বলেন, ‘আমার মা-বাবার নামে গঠিত ফাউন্ডেশনের উদ্যোগে ২০১২ সাল থেকে প্রতিবছর স্থানীয় গরিব ও অসহায় মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ও ওষুধ বিতরণ করে আসছি। ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কর্মক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।’