উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাসের আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাত ১০টার দিকে ঢাকার উত্তরার আকাশ প্লাজা এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকার উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উত্তরার আকাশ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। এর মধ্যে রাত ১০টার দিকে হঠাৎ বাসটি থেকে ধোঁয়া উঠতে থাকে। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী বাসটি মহাখালী থেকে ছেড়ে এসে আবদুল্লাহপুর মোড়ে যাচ্ছিল। বাসটি এসে দাঁড়ায় উত্তরার আকাশ প্লাজার সামনে। চালক যাত্রীদের নামিয়ে দেন। এরপর হঠাৎই বাসটিতে আগুন ধরে যায়।

উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বাসের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।’

ইমদাদুল হক সুমন নামের এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু দেখলাম, বাসটি সাইড করে দাঁড়াইছে। যাত্রীরা সব নেমে গেছে। এরপর কিছুক্ষণের মধ্যেই দেখি আগুন। কোনো মানুষ নাই, হইহুল্লোড় নাই। তবু আগুন। আমরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন পর্যায়ক্রমে বড় হতে থাকে। পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিই।’