কুমিল্লায় জব্দ ৪৫টি কচ্ছপ ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত
কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে জব্দ করা চার প্রজাতির ৪৫টি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের একটি লেকে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, জব্দ করা ৪৫টি কচ্ছপ চারটি প্রজাতির ছিল। আদালতের অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে ভাওয়াল জাতীয় উদ্যানের লেকে অবমুক্ত করা হয়েছে। সেখানে কচ্ছপগুলো বংশবৃদ্ধিও করতে পারবে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পশ্চিম ধনমুড়ী এলাকায় অভিযান চালিয়ে ছোট-বড় ৪৫টি কচ্ছপ জব্দ করা হয়। এ সময় কচ্ছপ পাচারের অভিযোগে এক কিশোরকে (১৭) আটক করে পুলিশ। এ ঘটনায় বন কর্মকর্তা সনাতন কুমার বাদী হয়ে একটি মামলা করেছেন। আদালতের অনুমতি সাপেক্ষে আজ বিকেলে গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের চম্পা লেকে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।
কচ্ছপ অবমুক্তের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) শারমীন আক্তার, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক, মো. মাসুদ রানা প্রমুখ।