সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশায় রাতের ফ্লাইট বাতিল, সকালেও চলাচলে বিঘ্ন

সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। আজ সকালে তোলাছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশায় দৃষ্টিসীমা একেবারে শূন্য মিটারে নামায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে নামতে পারেনি। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নিয়েছেন।

তবে আজ দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শীতকালে বিমানবন্দরটিতে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চলাচল করা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। আজ সকালের এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ফ্লাইট এখনো সেখানে অবতরণ করেনি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজ সকাল ৮টার দিকে বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য ২০০০ মিটার ভিজিবিলিটি থাকার কথা থাকলেও এখন আছে মাত্র ১০০ মিটার। এর ফলে সকালের দুটি ফ্লাইট এখনো ঢাকা থেকে ছেড়ে আসেনি।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হঠাৎ সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি প্রায় শূন্যে নেমে আসায় গতকাল রাতে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ দুপুরের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে উড়োযান চলাচল স্বাভাবিক হতে পারে।