পথে পথে গান গেয়ে বন্যার্তদের জন্য টাকা তুলছেন তাঁরা

পথে পথে গান গেয়ে বানভাসীদের জন্য তহবিল সংগ্রহ করছেন স্থানীয় শিল্পীরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিলশা বিনোদন এলাকায়
ছবি: সংগৃহীত

কেউ-ই পেশাদার শিল্পী নন, শখের বসে গান চর্চার পাশাপাশি নাটোরের গুরুদাসপুরে নানা অনুষ্ঠানে গান গেয়ে থাকেন তাঁরা। দেশের ১২ জেলায় বন্যায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব জেলার অনেক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যাদুর্গত এসব মানুষকে সহায়তা করার জন্য পথে পথে গান গেয়ে টাকা তুলছেন গুরুদাসপুরের এই কণ্ঠশিল্পীরা। গতকাল শুক্রবার বিকেল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ছাড়াও এ কার্যক্রমে অংশগ্রহণ করেছে লালন পরিষদ খুবজীপুর, নজরুল প্রগতি সংঘ, গুরুদাসপুর যুব ক্রীড়া একাডেমির মো. মিজানুর রহমান, বাউলশিল্পী ঈমান আলী, সাগর সূত্রধর, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, বরুণ দাস প্রমুখ।

আরও পড়ুন

এ কার্যক্রমের আরেক উদ্যোক্তা মিজানুর রহমান জানান, বানভাসি মানুষের জন্য ব্যক্তি, রাজনৈতিক দল সংগঠন–ব্যবসায়ীরা নানাভাবে সহায়তা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। সাংস্কৃতিক মানুষ হিসেবে তাঁরাও তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছেন। এ জন্য উপজেলার সাংস্কৃতিক সংগঠনের সভাপতি-সম্পাদকেরা একটি বৈঠক করে পথে–প্রান্তর, হাটবাজারের জনগুরুত্বপূর্ণ জায়গায় গান গেয়ে মানুষকে উজ্জীবিত করে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম জানান, ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে’ ইত্যাদি মানবিক ও আশাজাগানিয়া গান গেয়ে মানুষকে উজ্জীবিত করে যাচ্ছেন। শুক্রবার দুই জায়গায় গানের আসর বসিয়ে বেশ কিছু টাকা সংগ্রহ হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার নানা জায়গায় এ কার্যক্রম চালাবেন তাঁরা। গান গেয়ে সংগ্রহ করা টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার জানান, শিল্পীদের এ আয়োজনে খুশি তিনি। কারণ, দেশের নানা সংকটে শিল্পীরা পাশে থেকেছেন, বানভাসি মানুষের এ বিপর্যয়ে তাঁদের কার্যক্রম সব মানুষকে সম্পৃক্ত করবে। তাঁদের আয়োজন বন্যার্ত মানুষের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।