কুড়িগ্রামে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ তরুণ নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এনা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বাঘবাসির দোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের চেয়ারম্যান টারী এলাকার সোহরাব আলীর ছেলে সুমন (১৯), আফতার আলীর ছেলে সাগর (১৯) ও শহিদুল ইসলামের ছেলে শাহীন (২৩)। নিহত তিনজনই শ্রমিকের কাজ করতেন। নিহত সুমন ট্রলিচালক এবং অপর দুজন তাঁর সহযোগী ছিলেন।
বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল।
ভূরুঙ্গামারী সার্কেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন তরুণ একটি মোটরসাইকেলে করে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে তাঁদের বাড়ির দিকে যাচ্ছিলেন। গতকাল রাত ৯টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বাঘবাসির দোলা এলাকায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন তরুণ মারা যান। পরে বাস ফেলে চালক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও আন্ধারীঝাড় এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাসটি মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে পেছন থেকে চাপা দেয়। এতে ওই তিন মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। তিন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। তাঁরা সবাই মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই তিন তরুণ নিহত হয়েছেন। ঘটনার পর এনা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।