চুয়াডাঙ্গায় মোটরসাইকেলচালক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সবজিবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিয়াকত হোসেন শেখ (৬৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় ফিলিং স্টেশনের সামনে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
লিয়াকত হোসেন শেখ চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার জোময়াতি শেখের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। রাতে এ খবর লেখার সময় তাঁর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ছিল।
সদর থানার পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিয়াকত হোসেন শেখ রাত সোয়া আটটার দিকে মোটরসাইকেলের তেল কিনতে চুয়াডাঙ্গা শহর থেকে দৌলাতদিয়াড়ের একটি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মেহেরপুর থেকে ঢাকামুখী সবজিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লিয়াকত গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা লিয়াকতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজীব পারভেজ পরীক্ষা-নিরীক্ষার পর লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে থানায় এনে রাখা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।