ভারতে অনুপ্রবেশের সময় ময়মনসিংহে বিজিবির হাতে চারজন আটক

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হওয়া চারজনছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের সময় ময়মনসিংহে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি এলাকা থেকে ওই চারজনকে আটক করেন বিজিবির সূর্যপুর ক্যাম্পের সদস্যরা।

আটক চারজনের মধ্যে একজন মানব পাচারকারী ও তিনজন অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। সন্ধ্যায় তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মুঠোফোন, চারটি ভারতীয় আইডি কার্ড, তাইফ নামের এক ভারতীয় নাগরিকের জাতীয় পরিচয়পত্র, দুটি ব্যাগ ও বাংলাদেশি ১৪ হাজার ২২২ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটক চারজন হলেন হালুয়াঘাটের কাতলমারী গ্রামের মো. আবদুর রহিম (৫০), শরীয়তপুরের মাকসাহার গ্রামের মো. জব্বার মিয়া (৫০), সাভারের মো. সোহান মিয়া (৩৪), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৫)।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তাঁরা মানব পাচার চক্রের সদস্য। এর মধ্যে জব্বার মিয়া সবার প্রধান। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মানব পাচার করছিলেন। হালুয়াঘাটে আবদুর রহিমের বাড়ি ব্যবহার করে মানব পাচার করা হতো। জব্বারের কাছ ভারতীয় আইডি কার্ডসহ অন্যান্য জিনিস পাওয়া গেছে। তিনি বলেন, জব্বার শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও সিলেট সীমান্ত দিয়ে সুযোগ অনুযায়ী মানব পাচার করতেন। সোহান ও সাইফুল নামের দুজন মূলত ভারতে তৈরি পোশাক কারখানার শ্রমিক। তাঁরা দেশ থেকে আবার ভারতে যাচ্ছিলেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘বিজিবি চারজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’