গাজীপুরে শেখ হাসিনার নামে আরও এক মামলা
গাজীপুরে ছররা গুলিতে মো. লিখন (১৮) নামের এক কলেজছাত্রের চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৫৭ জনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলাটি করেন লিখনের বাবা মনির হোসেন।
মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৩০০ জনকে আসামি করা হয়। গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুরের নিয়ামত সড়ক এলাকার বাসিন্দা মো. লিখন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ২১ জুলাই বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার পশ্চিম জয়দেবপুরের শিববাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় শেখ হাসিনা ও আ ক ম মোজাম্মেল হকের উসকানি ও হুকুমে অন্যান্য আসামিরা ছাত্রদের ওপর অতর্কিতভাবে হামলা ও এলোপাতাড়িভাবে মারপিট শুরু করেন। মারপিটের এক পর্যায়ে ছাত্ররা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় আসামিরা ছাত্রদের ওপর এলোপাতাড়ি ছররা গুলি ছুড়তে থাকেন। তখন ঘটনাস্থলে থাকা মো. লিখনের ডান চোখে ছররা গুলি লাগে।